মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:২৫ অপরাহ্ন

রাস্তা সংস্কারের দাবিতে দারিয়াপুরে মানববন্ধন

রাস্তা সংস্কারের দাবিতে দারিয়াপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত পাকা সড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে গতকাল রোববার সচেতন এলাকাবাসির উদ্যোগে দারিয়াপুর-লক্ষ্মীপুর সড়কের বালাআটা নামক স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাধারন জনগনসহ সব শ্রেণির মানুষ অংশ গ্রহণ করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সিপিবির সাধারন স¤পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, আব্দুল জলিল সরকার, সাংবাদিক ময়নুল ইসলাম, জালাল মিয়া, রুবেল মিয়া, শামীম মিয়া, বেলাল হোসেন, মুছা মিয়া, জাহিদ হাসান, মধু মিয়া, সবুজ হাসান, মিলন সরকার, আব্দুস সোহান, সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, লক্ষ্মীপুর-দারিয়াপুর প্রায় ৬ কিলোমিটার পাকা সড়ক। গত অর্থ বছরে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান এই রাস্তার সংস্কার কাজ শুরু করলেও গাফিলাতির কারণে প্রায় ৭ মাস ধরে বন্ধ রয়েছে। এ এলাকায় নানা পেশাজীবী হাজার হাজার মানুষের বসবাস। কাজ বন্ধ থাকায় যাতায়াতে সীমাহীন দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে পৌছাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। গতবছর সেপ্টেম্বর মাসে এটি সংস্কার কাজের উদ্বোধন করা হলেও কি কারণে এখনও সংস্কার কাজ শেষ হচ্ছে না তা বোধগম্য নয়। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ। তাই বক্তারা অবিলম্বে সংস্কার কাজ স¤পন্ন করার জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচী ঘোষনা করা হবে বক্তারা হুশিয়ারী দেন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com