শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে স্বামী পরিত্যাক্তা ২০ বছর বয়সী লিজা বেগম নামের ১ সন্তানের জননীকে গণ ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষীতাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রাতে রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের একটি ইটভাটা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষণের স্বীকার এই মেয়ের বাড়ী এই ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামে। তার প্রতিবেশী ইয়াবা ব্যবসায়ী রশিদুল, বালুয়া বাজারের কম্পিউটার ব্যবসায়ী সজিবসহ আরো বেশ কয়েকজন যুবক তাকে গণধর্ষণ করে।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যততা স্বীকার করে বলেন ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান।
এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।