সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জগৎরায় গোপালপুর গ্রামের লাল মিয়ার মোড় হইতে মন্জিল মিয়ার দীঘির পাড়া পর্যন্ত রাস্তাটি সামান্য বৃষ্টিতে যান চলাচল কিংবা জনচলাচলে জন্য অনুপযোগী হয়ে পড়ে। দ্রুত পাকা করণের দাবী জানিয়েছে এলাকাবাসী।
জানা যায়, প্রায় ১ কিঃমিঃ দীর্ঘ এই রাস্তাটি রামচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল, পোল্লাখার একাংশ ও বল্লমঝাড় ইউনিয়নের বাহাদুরপুর ও টেংগরজানীকে সংযুক্ত করেছে। এইসব এলাকার মানুষজন তাদের যোগাযোগের জন্য এই কাঁচা রাস্তাটি ব্যবহার করে থাকেন।
সামান্য বৃষ্টির কারনে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে।
ফলে এই সব এলাকার যানবাহন ও পথচারী চলাচলে অবর্নীয় দূর্ভোগের সম্মুখীন হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জনদূর্ভোগ লাঘবে এই সমস্যার দ্রুত সমাধানের জন্য আশুদৃষ্টি কামনা করেছেন।