সোমবার, ২৯ মে ২০২৩, ০১:০৩ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার বন্যা কবলিত রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর, নয়া বাজার ও পাড়সোনাই ডাঙ্গা গ্রাম রক্ষায় নদী ভাঙ্গন রোধ কল্পে নদী শাসনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর আয়োজনে ভাঙ্গন কবলিত নদীর পাড়ে গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, শিক্ষক মোস্তাফিজার রহমান মুক্তার, নুরে আলম সিদ্দিক লিটন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আমিরুল ইসলাম, রাখালবুরুজ ইউপি মেম্বর আনিছুর রহমান, রেজাউল করিম প্রধান, জাহাঙ্গীর আলম প্রধান ও আব্দুর রশিদ ছোট প্রমুখ।
বক্তারা বলেন, বন্যায় নদী ভাঙ্গনে জনগণের চলাচলের রাস্তাটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় গোবিন্দগঞ্জ থেকে পাশ্ববর্তী সাঘাটা উপজেলার সাথে সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম স্থানীয় সরকার অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ত্রিমোহনী ব্রীজটি জনগণের চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এ ছাড়াও বিগত দু’দফা বন্যায় রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর গ্রামে একটি কমিউনিটি সেন্টার ও মসজিদ নদীভাঙ্গনে বিলীন হয়ে গেছে। বর্তমানে বিশপুকুর, নয়াবাজার ও পাড়সোনাই ডাঙ্গা গ্রাম নদী ভাঙ্গন কবলিত হওয়ায় এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে। নদী পাড়ের এসব অসহায় মানুষ তাদের বাড়ী-ঘর নদীগর্ভে হারিয়ে অন্য স্থানে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাই বিশপুকুর, নয়াবাজার ও পাড় সোনাই ডাঙ্গা গ্রামের মানুষের বাড়ী ঘর রক্ষা ও গোবিন্দগঞ্জ উপজেলার সাথে সাঘাটা উপজেলার যোগাযোগ ব্যবস্থা স্থাপনে রাস্তা সির্মাণসহ জরুরী ভিত্তিতে নদী শাসন প্রকল্প গ্রহণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। মানববন্ধনে ভাঙ্গন কবলিত ওই ৩ গ্রামের কয়েকশ’ অসহায় নারী-পুরুষ অংশগ্রহণ করেন।