সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধিনে ৭ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে গাইবান্ধা শহরের ভিএইড অবস্থিত সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৫তলা একাডেমিক কাম ওয়ার্কসপ ভবনের নির্মান কাজ শুরু করা হয়েছে। গতকাল রোববার জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি নির্মান কাজের উদ্বোধন করেন। এসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল ইসলাম, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান, চীফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) মোঃ সাইফুল ইসলাম সহ জেলা ও শহর আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেছেন দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বিশে^র অংশিদার হবে। তিনি বলেন, এই ধারাবাহিকতায় দেশের উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। ইতিমধ্যে উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুগ উপযোগী শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন ও যুব সমাজের উন্নয়নসহ কর্মসংস্থানের দিক বিবেচনা করে দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।