রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উত্তরবঙ্গ ৭টি জেলার বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সৃষ্টি প্রকল্পের আওতায় গতকাল দিন ব্যাপী এক কর্মশালায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম সচিব মোঃ আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান। জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রেজ্জাক, সদর উপজেলা নির্বাহী রাফিউল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তোফায়েল হোসেন খান, সহকারি পরিচালক মোঃ আবুল বাসার প্রমুখ।