সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:১০ পূর্বাহ্ন
ভ্রামমান প্রতিনিধিঃ সাঘাটায় যমুনা নদীতে বর্তমানে পানি কম থাকায়, ভাঙ্গন না থাকলেও নদীপাড়ের মানুষের দিন রাত কাটছে আতঙ্কে তারা সবসময় কল্পনা করে, কখন যে নদীতে পানি বাড়বে, আর বসতভিটা নদী গিলে খাবে এই দুশ্চিন্তায় দিন-রাত কাটে তাদের। সাঘাটা ইউনিয়নের সাথালিয়া গ্রামে নদী পাড়ের মানুষরা জানালেন, শুধু বন্যার সময় জরুরিভাবে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করা হয়। এতে কাজের কাজ কিছুই হয় না, জিও ব্যাগ নদীতে দেবে যায়। তারা মনে করেন শুকনো মৌসুমে জিও ব্যাগ ফেলানোর কাজ করা হলে নদী ভাঙ্গন থেকে রক্ষা পাওয়া যাবে। এসব পরিবারগুলো আর্থিকভাবে নানা সমস্যার মধ্যে দিনাতিপাত করছেন বর্তমানে।