শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ন

মোটরসাইকেল চুরি করে ২০ হাজারে বিক্রি গ্রেফতার ৯

মোটরসাইকেল চুরি করে ২০ হাজারে বিক্রি গ্রেফতার ৯

স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ীতে একটি ১৬০ সিসি অ্যাপাচি মোটরসাইকেল চুরি করে ২০ হাজার টাকায় বিক্রি করে চোরচক্র। এ ঘটনার সঙ্গে জড়িত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন তাহসিন সরকার ওরফে তাওহিদ (১৯), জাহিদ হাসান (২০), ফরহাদ ইসলাম (২৫), মামুন সরকার (২৭), হৃদয় ম-ল ওরফে নুর ইসলাম (২৩), নাজমুল হক (২০), নয়ন সরকার (২৮), মন্টু পাল (৩০) ও মফিজল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট পলাশবাড়ী এসএম হাইস্কুল মার্কেটের আল মদিনা কাপড়ের দোকানের সামন থেকে টিভিএস ব্র্যান্ডের একটি অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা করেন মোটরসাইকেলের মালিক। মামলার পর থেকে পুলিশ চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।
গত বুধবার বিভিন্ন স্থান থেকে চোর সদস্যদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর গ্রামের মফিজুল ইসলামের বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পলাশবাড়ী থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, মোটরসাইকেল চোরচক্রের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার করে মালিককে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com