শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মেয়াদোত্তীর্ণ হওয়ায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক কমিটি বিলুপ্ত করা হয় বলে গত ১১ এপ্রিল সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
একই পত্রে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ প্রত্যাশী আগ্রহীদের আগামী ৭ দিনের মধ্যে জীবন বৃত্তান্ত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম মিরাজ ও সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক সর্দার আরিফুল ইসলামের কাছে জমা দিতেও বলা হয়েছে।