সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নির্মল ও সস্থ্যস্মত পরিবেশ গড়তে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওর্নাস এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে গাইবান্ধায় এই প্রথমবারের মতো মেডিকেল বর্জ্য পরিবহনের জন্য কার্যক্রম শুরু করা হলো । কার্ভাড ভ্যানের মাধ্যমে সার্বক্ষণিক ভাবে এই কার্যক্রম চালু থাকবে । গতকাল মঙ্গলবার দুপুরে পৌর পার্ক চত্ত্বরে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওর্নাস এসোসিয়েশন জেলা সভাপতি ডাঃ শহীদুজ্জামান হারুন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বিপ্লব ও ডাঃ ফেরদৌস হোসেন প্রমূখ।্
কর্তৃপক্ষ জানান, রংপুর ও রাজশাহী বিভাগের মধ্যে এই প্রথম মেডিকেল বর্জ্য পরিবহনের জন্য কার্যক্রম গ্রহণ করা হলো। যার মাধ্যমে বেসরকারী মেডিকেলের বর্জ্য গুলো অপসারণ করা হবে।