রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৪ পূর্বাহ্ন

মুহাম্মাদ (সাঃ) এর ব্যাঙ্গাত্বক চিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মুহাম্মাদ (সাঃ) এর ব্যাঙ্গাত্বক চিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যাঙ্গাত্বক চিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে গাইবান্ধা জেলা শহরে ইমাম ওলামা গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক মানুষ মিছিল করে গাইবান্ধা জেলা শহরে এসে এই সমাবেশে যোগদান করেন।
শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে গাইবান্ধা পৌর পার্ক শহীদ মিনার চত্বরে গাইবান্ধা কেন্দ্রীয় ইমাম ওলামা পরিষদ ও জেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল বাসেত, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা শাহ মাহফুজ, মুফতি জোবায়ের হোসেন, মামুনুর রশিদ, আশরাফ আলী, ইসমাইল হোসেন, রবিউল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ মানসুর রহমান খান প্রমুখ।
বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং এব্যাপারে বাংলাদেশ সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। এছাড়া মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যাঙ্গাত্বক চিত্র প্রদর্শনকারি ফ্রান্সের কুলাঙ্গার প্রেসিডেন্ট ম্যাক্রোঁর তীব্র নিন্দা করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা এই ঘটনায় ফ্রান্সের সরকার কর্তৃক এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ না করায় তীব্র নিন্দা জ্ঞাপন করে কূটনৈতিক সম্পর্ক অবিলম্বে ছিন্ন করাসহ ফ্যান্সের সাথে সকল পণ্য বর্জনের দাবি জানানো হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com