রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর গুলশানে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার রহস্যজনক মৃত্যুর পর চরিত্র হননের ষড়যন্ত্র বন্ধসহ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল বুধবার গাইবান্ধা
জেলা শহরের ডিবি রোডে জেলা সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টি পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, পরিবেশ আন্দোলন সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, উদীচী সভাপতি জহুরুল কাইয়ুম, সাংস্কৃতিক কর্মী দেবাশীষ দাশ দেবু, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, জেলা বারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, মহিলা পরিষদ সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি রোকেয়া খাতুন, উন্নয়ন কর্মী জয়া প্রসাদ, সাংস্কৃতিক কর্মী শিরিন আক্তার, ৭১ টিভির জেলা প্রতিনিধি শামীম আল শাম্য, ্বৈশাখী টিভির জেলা প্রতিনিধি এসএম বিপ্লব, সময় টিভির ষ্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, জেলা মহিলা পরিষদের সভাপতি মাহফুজা খান মিতা, আফরোজা বেগম লুপু, ওয়ারেস সরকার প্রমূখ।