সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মুজিব বর্ষ উপলক্ষে গাইবান্ধা থিয়েটার ও অন্তরঙ্গ থিয়েটারের উদ্যোগে ও সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সহযোগিতায় গতকাল পৌর শহীদ মিনার চত্বরে জেলার হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু ও সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সভাপতি এই কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। উল্লেখ্য, গাইবান্ধা পৌর এলাকাসহ শহরের বিভিন্ন এলাকার ১শ’ জন দুঃস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, যুগ্ম সম্পাদক কবি সোহেল রানা, অন্তরঙ্গ থিয়েটারের সভাপতি সাজু সরকার, সাধারণ সম্পাদক রোজিনা নাহিদ শিমুল, সুরবানী সংসদের সাধারণ সম্পাদক কামরুজ্জামা চান, লেবু প্রধান, তৌহিদ আল আমিন বীর, মোস্তাফিজুর রহমান বাবলু প্রমুখ কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ নেন।