রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে সাঘাটায় নকশী বাংলা উন্নয়ন সংস্থা সাঘাটা উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে গত ১৩ মার্চ বিকালে সংস্থার প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করেন। সংস্থার নিবাহী প্রধান গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামছুল আলম, মুক্তিযোদ্ধা মোস্তাফিজার রহমান ওরফে মোস্তফা সরদার, মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা জাবেদ আলী সরদার প্রমুখ।