সোমবার, ২৯ মে ২০২৩, ০২:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মুজিববর্ষ উপলক্ষে সমকাল সুহৃদ সমাবেশ গাইবান্ধা জেলা ইউনিটের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর এম এ উচ্চ বিদ্যালয় মাঠে ৫০টি বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। বিশেষ অতিথি ছিলেন বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান মোঃ জাহেদুল ইসলাম ঝন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ গাইবান্ধা ইউনিটের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মকসুদুর রহমান শাহান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলমগীর হোসেন, প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম, অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, জেলা মানবাধিকার নাট্য পরিষদের সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন, মোঃ মোস্তাফিজার রহমান, মোঃ জিয়াউল হক কামাল, অঞ্জলী রানী দেবী, কবি হাফিজুল হিলালী বাবু, নিয়াজ আক্তার ইয়াসমিন, শাহজাদী হাবীবা সুলতানা পলাশ, খবির উদ্দিন প্রমূখ।