বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব বর্ষ উপলক্ষে গতকাল গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যেগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও স্মৃতিকথা উপস্থাপন করেন। স্থানীয় কালেক্টরেট সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেবুন নাহার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ওয়াশিকার রহমান ইকবাল মাজু, সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ডার মোঃ আকবর আলী, উপাধাক্ষ্য অধ্যাপক জহুরুল কাইয়ুম প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণে সাড়া দিয়ে এদেশের মুক্তিকামী জনতা হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। বীর মুক্তিযোদ্ধারা গড়ে তুলে প্রবল প্রতিরোধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ৭১ সালের ১৬ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।