রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য্যসহ গ্রেফতারকৃত সকলের নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল গাইবান্ধা প্রেসক্লাবের সামনের সড়কে মুক্তিযুদ্ধ মঞ্চ গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চ গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ নিজাম উদ্দিন খান আরমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাকিব, জাকিউল ইসলাম মিঠু, মোঃ সুরুজ সরকার ও সোহরাব হোসেন, মোঃ বিপ্লব খান হৃদয়, সজিব আহমেদ, শামীম আহমেদ, রফিক মিয়া, রবিউল ইসলাম, আরিফ হোসেন প্রমুখ।