বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:৩২ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ গত দশ দিন ধরে উত্তরের জনপদে বইছে কনকনে ঠান্ডা, হিমেল হাওয়া এবং ঘন কুয়াশা। শীতে কাহিল হয়ে পড়েছে ছিন্নমুল পরিবারের সদস্যরা। হাড় কাঁপানো ঠান্ডায় জনজীবন নাকাল হয়ে পড়েছে। বিশেষ করে সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা চরের পরিবারগুলো কাবু হয়ে পড়েছে। শীত বস্ত্রের অভাবে চরের অসহায়হার পরিবারগুলো খঁড়কুটো জ্বালিয়ে, কাঁথা ও চট গায়ে দিয়ে ঠান্ডা নিবারন করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, সরকারিভাবে এ পর্যন্ত ১১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কমপক্ষে ৫০ হাজার ছিন্নমুল অসহায় পরিবার রয়েছে। গতকাল রোববার উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের অসহায় ছিন্নমুল পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। কম্বল নিতে আসা ৬৫ বছর বয়েসের বৃদ্ধা কমিরন বেওয়া জানান, মুই ঠান্ডাত কম্বল পাইয়া বাঁচনু বাবা। এই ঠান্ডাত কম্বলটা মোর খুব উপকারত লাগবে। অনেক দিন ধরি চেয়ারম্যান, নেম্বরক কছনু, মোক কেউ কম্বল দেয় নাই। মুই দোয়া করিম বাবা।