বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষসহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও সকলের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় প্রগতিশীল গণসংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুর ১২টায় শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যৌথভাবে এ সমাবেশের উদ্যোগ নেয়। কৃষক সমিতির জেলা সভাপতি সুভাষ শাহ রায়ের সভাপতিত্বে ও যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক রানু সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এ্যাডঃ মুরাদ জামান রব্বানী, জাহাঙ্গীর আলম, মশিউর রহমান মইশাল, এমদাদুল হক মিলন, আব্দুর রশিদ, আরিফুল ইসলাম মিজান, ওয়ারেছ সরকার, মৈত্রেয় হাসান জয়িতা প্রমুখ।