শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ আটক নেতাকর্মীদের মুক্তি ও বাসদ (মার্কসবাদী) নেতা গোলাম সাদেক লেবু, সিপিবি নেতা ছাদেকুল ইসলামসহ সকল নেতাকর্মী ও নিরীহ মানুষের নামে রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেছে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের নেতারা।
গত রবিবার গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি করা হয়। গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণফোরাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, গোলাম সাদেক লেবু, সুকুমার মোদক, মৃণাল কান্তি বর্মণ, নিলুফার ইয়াছমিন শিল্পী, জাহাঙ্গীর আলম, জাহিদুল হক প্রমুখ।