শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (মাতৃসদন) ডাক্তার নিয়োগ ও রোগীদের হয়রানি বন্ধের দাবিতে গতকাল রোববার সকাল ১১টায় গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে এক অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কমিউনিস্ট পাটি গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, নারী শাখার সম্পাদক সুপ্রিয়া দেব প্রমুখ। সভা পরিচালনা করেন সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম।
০১৭১৫-৪৮৩৭২৬