সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ করোনা সংক্রমন উর্ধ্ব গতির কারণে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে গাইবান্ধা জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল শনিবার গাইবান্ধা শহরের বাস টার্মিনাল, রেল স্ট্শেন, কাচা বাজার, বিভিন্ন আলি গলি এবং পার্শ্ববর্তী এলাকায় মাস্ক, লিফলেট ও প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে। এই কার্যক্রমে অংশ নেন জেলা তথ্য অফিসার মাহফুজা রহমান, সহকারী তথ্য অফিসার হায়দার আলী, আইয়ুব আলী সহ অন্যান্য কর্মকর্তারা। এদিকে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের নির্দেশে করোনা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ ফয়েজ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ৯টি মামলায় ২ হাজার ৬শ টাকা অর্থ আদায় করা হয়। এছাড়া ভ্রাম্যমান আদালত বিভিন্ন বিপনী বিতান ও হাট বাজারে বিনামূল্যে মাস্ক বিতরন করেন।