শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ লকডাউন কার্যকর করতে দিন এনে দিন খাওয়া শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেয়া, অগ্রাধিকার ভিত্তিতে শ্রমজীবী মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা, সবার জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের ঝাউবাড়ীতে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় কমিউনিস্ট পার্টি, ঝাউবাড়ী শাখার উদ্যোগে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলাম, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।