বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে জেলা ও উপজেলা পর্যায়ে থেকে দক্ষ জন শক্তি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার পদক্ষেপ গ্রহন করেছে। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বিদেশের শ্রম বাজারে কর্মী পাঠানোর জন্য সেবা কার্যক্রম এখন জনগনের দোড়গোড়ায় পৌছে দেয়া হবে। তিনি বলেন, সরকার এজন্যে দক্ষ জনশক্তি তৈরী করতে প্রতিটি জেলা সদরে কারিগড়ি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
তিনি গতকাল গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত বৈদেশিক কর্শসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক বিষয়ক এক সেমিনারে একথা বলেন। সেমিনারে মূল প্রবদ্ধ উপস্থাপন করেন সহকারি কমিশনার মোঃ শাহীন দেলওয়ার। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর কবির সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যার শাহ সরোয়ার কবির, গাইবান্ধা কারিগড়ি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রের অধ্যক্ষ আতিকুর রহমান, গাইবান্ধা বিটিভি আবেদুর রহমান স্বপন সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা গণ।