শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘী ইসলামিয়া দাখিল মাদ্রাসার গতকাল চারতলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরেরর তত্ত্বাবধানে এই ভবনটি নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে ২ কোটি ৮৬ লাখ টাকা।
এসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল হোসেনসহ জেলা ও উপজেলা এবং স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে হুইপ গিনি বলেন শিক্ষা উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন। ফলে শিক্ষার পরিবেশ উন্নত হয়ছে এবং শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে।