সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে ও সামাজিক আন্দোলন গড়ে তোলা লক্ষ্যে গতকাল মঙ্গলবার গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাবিবুর রহমান।
জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল হাসান, সিভিল সার্জন ডাঃ আ.ম. আখতারুজ্জামান, এনএসআই’র উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন, বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা ও মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদৌস ঊর্মি।