শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ অপরাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সোনালী ব্যাংক সাদুল্যাপুর শাখার ব্যাংক হিসাব নং ০১০২৯০১৯ একাউন্ট হোল্ডার মনিরা নিজপাড়া ধাপেরহাট, ২০১৯-২০ অর্থ বছরের মাতৃত্বকালীন ভাতার ১ম কিস্তি ৭২০০/- টাকা উক্ত ব্যাংক হিসাব নম্বরে জমা হলেও টাকাটা কে বা কাহারা জালিয়াতি করে লুজ চেকের মাধ্যমে উত্তোলন করে নিয়েছে। এমন লিখিত অভিযোগ করেছেন ভৃক্তভোগী মনিরা, প্রকৃত ভাতা ভোগীর স্বাক্ষর জাল করেছে চক্রটি, সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক সহ উদ্ধঃতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করেছেন মনিরা, ঘটনার সত্যতা স্বীকার করে বর্তমান শাখা ব্যাবস্থাপক মাহফুজার রহমান জানান, তিনি সাদুল্যাপুর শাখায় নতুন যোগদান করেছেন আর ঘটনাটি পুর্বের ব্যাবস্থাপক থাকাকালীন সময়ের, আগের বিষয়ের দায়ভার তার নয়, তবে বর্তমান স্বচ্ছতার সাথে এসব ভাতা বিতরন হচ্ছে। শুধু মনিরাই নয় এমন অলিখিত অভিযোগ করেছেন ধাপেরহাট এলাকার আরো ৫/৬ জন ভাতা ভোগী, একাউন্ট হোল্ডারের টাকা কে জাল জালিয়াতি করে তুলে খাচ্ছে তা ক্ষতিয়ে দেখা জরুরী। মনিরার মত আরো অনেকে প্রতিনিয়ত এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন।