বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মাঘের হাড় কাপানো শীতে গাইবান্ধায় প্রবল বৃষ্টি ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। মাঘের তৃতীয় সপ্তাহ শেষ না হতেই গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়ে গতকাল শুক্রবার দিনভর বৃষ্টি, বর্জ্রপাত, ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। হঠাৎ বৃষ্টির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। প্রচন্ড শীত আর বৃষ্টির অসহনীয় মাত্রায় দৈনন্দিন কাজ ব্যাহত হয়। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বাইরে বের হননি কেউ। মাঘের হাড় কাপনো শীতে হঠাৎ বৃষ্টিতে গাইবান্ধায় সকালের তাপমাত্রা নেমে আসে ১৩ ডিগ্রির নীচে দুপুর গড়িয়ে যা ১৭ ডিগ্রিতে পৌছায়।
একদিকে গা হীম করা কনকনে ঠান্ডা বাতাস, অন্যদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ঝিরঝিরে এই বৃষ্টি স্থবির করে দেয় মানুষের জীবনযাত্রা। মাঘের শীতে হঠাৎ বৃষ্টিতে জেলা শহরে জনজীবনে দুর্ভোগ নেমে আসে।