শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ফুলছড়িতে জমি-জমা সংক্রান্ত মামলার তদন্ত করতে গিয়ে ফুলছড়ি থানার সাবেক এসআই শামসুল হক এক নারীকে ধর্ষণ করে। এব্যাপারে থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পেয়ে গাইবান্ধা আদালতে মামলা দায়ের করা হয়। এই অভিযোগের সত্যতা উদঘাটনে মহিলা পরিষদ, গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য উদঘাটন করে দোষী ব্যক্তির শাস্তির দাবি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দ পুলিশ সুপার মুহম্মদ তৌহিদুল ইসলাম ও পিবিআই পুলিশ সুপার এ. আর.এম আলিফ এর কাছে পৃথক স্মারক্ষলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহাফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার রিটা, টুম্পা দেব প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালের ১১ ডিসেম্বর রাতে জোরপূর্বক এসআই শামসুল হক একটি মামলার তদন্ত করতে গিয়ে ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণ করে।