সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার বর্ধিত সভা গতকাল শনিবার স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লুদ মিলা পারভীন ছন্দার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদা পারুলের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী, বিশেষ বক্তা কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য সাহিদা চৌধুরী তন্মী। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু প্রমুখ।