সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মহান শিক্ষা দিবস-২০২২ উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে র্যালি, কেমন শিক্ষানীতি চাই শীর্ষক মুক্ত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
গতকাল শনিবার সকাল ১১টায় পদক্ষেপ অডিটরিয়ামে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ শাশ্বত ভট্টাচার্য। ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা করেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সিপিবি, পলাশবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নু, ছাত্রনেতা রুবেল শেখ, জুয়েল রানা, তারেক মিয়া, হাবিবুর রহমান হাবিব, সুজন মিয়া প্রমুখ।
এসময় কেমন শিক্ষানীতি চাই শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ী ১০জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।