শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলার মরুয়াদহ গ্রামে পিবিআই ইন্সপেক্টর শফিকুল ইসলাম অর্থ না পেয়ে নিরীহ মৎস্য খামারী তাজুল ইসলাম কে হত্যা মামলায় জাড়ানোর প্রতিবাদে গতকাল দুপুরে সোনালের পাড় বাজারে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সিরাজুল ইসলাম, খাদিজা খাতুন, তোহিদ হাসান, আব্দুল জোব্বার দূলাল, সুলতান মাস্টার প্রমূখ। বক্তারা বলেন, গাইবান্ধার পিবিআই ইন্সপেক্টর শফিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসহ পুলিশ সুপারের মাধ্যমে মামলাটি তদন্ত করে হত্যা মামলার সঠিক রহস্য উদঘাটনের দাবী জানান। বক্তারা আরো বলেন, ইন্সপেক্টর শফিকুল ইসলাম মামলায় তাজুল ইসলামের নাম থাকবে না মর্মে ছয় লাখ টাকার দাবী জানান কিন্তু তাজুল ইসলামের পরিবার এ অর্থ না দেওয়াতে তাজুল ইসলামকে স্বাক্ষী দেওয়ার নাম করে ৫২ ঘন্টা আটক রেখে পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।
পরে এলাকাবাসী পাঁচপির ও নলডাঙ্গা সড়ক অবরোধ করলে দুইপাশ্বে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।