বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৮ অপরাহ্ন

মরহুম রফিকুল ইসলাম খোকা শিক্ষাবৃত্তি -২০১৯ প্রদান

মরহুম রফিকুল ইসলাম খোকা শিক্ষাবৃত্তি -২০১৯ প্রদান

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর পাঁচ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা তুলে দেন মরহুমের সহধর্মিনী হাসিনা মুরশীদ এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের মহাপরিচালক (যুগ্ম-সচিব) নীলিমা আখতার, পাঁচ শিক্ষার্থীর প্রত্যেককে শিক্ষাবৃত্তি হিসেবে ছয় মাসের জন্য এক হাজার আটশত টাকা করে দেয়া হয়। এ সময় মরহুম রফিকুল ইসলাম খোকার পরিবারের সদস্যরা ছাড়াও স্কুলের শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলুফা আখতার খানমের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, পিটিআই ইন্সট্রাক্টর মোঃ ফরিদ উদ্দিন হায়দার ,সংশ্লিষ্ট স্কুলের গর্ভনিং বডির সহ সভাপতি এমদাদুল হক প্রধান, এ্যাডঃ কনক, মোঃ মতলুবর রহমান, নাসরিন আখতার খানম ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com