সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:৪০ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীর মনোহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালে ৪র্থ শ্রেণীর সৃষ্ট চারটি পদের তিনটি পদে প্রধান শিক্ষক শাহাদত আলম গোপনে নিয়োগ দেওয়ার জোর তৎপরতা নিয়ে এলাকাবাসীর মাঝে প্রশ্নের দেখা দিয়েছে।
জানা যায়, বর্তমান সরকার প্রতিটি উচ্চ বিদ্যালয়ে ২০২১ সালে ৪র্থ শ্রেণীর কর্মচারী অফিস সহায়ক একজন, পিয়ন একজন, নিরাপত্তা প্রহরী একজন, পরিচ্ছন্ন কর্মী একজন মোট চারটি পদে নিয়োগ প্রদানের নির্দেশনা জারী করেন। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত আলম ও বিদ্যালয়ের সভাপতি আলী আজম সহদর আপন ভাই হওয়ায় তারা যোগসাজসে গোপনে নিয়োগ দেওয়ার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এব্যাপারে প্রধান শিক্ষক শাহাদত আলমের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে প্রতিষ্ঠানের সভাপতিই জানেন। তবে বিদ্যালয়ের সভাপতি আলী আজমের সাথে উল্লেখিত চারটি পদে নিয়োগের ব্যাপারে জানাতে চাইলে তিনি জানান, ওই সকল পদে পূর্বেই নিয়োগ দেওয়া আছে। তারা বেতনভাতা উত্তোলন করে আসছে। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পদের সৃষ্টিই হলো ২০২১ সালে। পূর্বে কিভাবে উক্ত পদে নিয়োগ প্রদান করেছেন তা আমাদের জানার বাহিরে। এলাকাবাসীর দাবী উল্লেখিত পদে বহুল প্রচারের মাধ্যমে যোগ্য লোকদের নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।