বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:০০ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে নিয়ম বর্হিঃভ‚তভাবে রাস্তার গাছ কর্তন। সরকার রাজস্ব থেকে বঞ্চিত। সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও সমিতির সভাপতি সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের কাজীর বাজার হতে পুটিমারী পর্যন্ত রাস্তায় মনোহরপুর বৃক্ষরোপন সমিতির উদ্যোগে রাস্তার দুই ধারে ২০০০ সালে প্রায় ৫ শতাধিক ইউক্লিপটাস গাছ রোপণ করেন। ইতিপূর্বে উক্ত রাস্তার রোপনকৃত গাছ গুলো সমিতির সভাপতি নান্নু মিয়া ও কতিপয় সদস্যের যোজসাজোসে নিয়ম বর্হিভূতভাবে কর্তন করে আসছেন। উক্ত রাস্তায় প্রায় এক মাস পূর্বে সমিতির সভাপতি নান্নু মিয়া ও সেক্রেটারী জাহিদুল চেয়ারম্যানের নির্দেশে ৫৪টি ইউক্লিপটাস গাছ কোন দরপত্র ছাড়াই নিয়ম বর্হিভ‚তভাবে সাড়ে ৫ লক্ষ টাকা বিক্রি করেছেন। গাছ বিক্রির ব্যাপারে অত্র ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চুটকুর সাথে কথা বললে তিনি জানান, এই রাস্তাটি রেকর্ডভূক্ত রাস্তা নহে, আমাদের ব্যক্তিগত জমি দিয়ে রাস্তা নির্মাণ করেছি। সেই রাস্তার দুই ধারে জমির মালিকরাই গাছ রোপন করেছিল। তারা নিজেরাই গাছ বিক্রি করেছেন। তবে সমিতির সভাপতি নান্নু মিয়া জানান, চেয়ারম্যানের মৌখিক অনুমতি সাপেক্ষেই গাছ বিক্রি করা হয়েছে। বর্তমানে রাস্তাটি পাকাকরণের কাজ অব্যাহত রয়েছে। এলাকাবাসী জানায়, রাস্তাটি যদি রেকর্ডভূক্ত না হয় তবে সেই রাস্তা পাকাকরণের কাজ হয় কিভাবে? সংশ্লিষ্ট উপ-সহকারী ভ‚মি কর্মকর্তা বলেছেন, রাস্তাটি রেকর্ডভূক্ত রাস্তা। এলাকার সচেতন মহল সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।