রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের নাকাইহাট-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের কাজিরবাজার এলাকায় গত রোববার সন্ধ্যায় ইজিবাইকের চাপায় আপিয়া খাতুন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সে কাজিরবাজার মনোহরপুর গ্রামের আতোয়ার মন্ডলের মেয়ে। স্থানীয়রা জানায়, রাস্তার পাশে অন্য শিশুদের সাথে আপিয়া খেলা করছিল। হঠাৎ করে সে রাস্তা পার হওয়ার সময় নাকাইহাটগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলই সে মারা যায়।