সোমবার, ২৯ মে ২০২৩, ০১:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার গতকাল গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন সেমিনারের উদ্বোধন করেন। এবারের সেমিনারের প্রতিপাদ্য হচ্ছে মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার’।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম। সেমিনারে বক্তব্য রাখেন ক্যাব ও গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক ও সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, ডিবির ইন্সপেক্টর মানসরঞ্জন দাস, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা সভাপতি আব্দুর রশিদ প্রমুখ। সেমিনারটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ লোকমান হোসেন। প্রধান অতিথি জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণের উপর বর্তমান সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছে। এজন্য ২০০৯ সালের ৬ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি প্রণীত হয়েছে। ভোক্তাদের অধিকার ক্ষুন্ন হলে বা লংঘিত হলে এই আইনে যে কোন ভোক্তাই অভিযোগ করে অতিসহজেই আইনানুগ প্রতিকার পেতে পারে।