শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সাপমারা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা ব্যাবস্থা উন্নত আধুনিক ও শিক্ষার মান উন্নয়নের কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রীর -মাহমুদ হাসান রিপন এমপি সুন্দরগঞ্জে সাব প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্রের বেহালদশাঃ গ্রাম গঞ্জে পশু ডাক্তারের নামে হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি গাইবান্ধায় আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন সাঘাটায় রেকর্ডভুক্ত জমিতে ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ কলেজপাড়ায় পৌর নাগরিকদের সভা নলডাঙ্গায় নবীন ও বসন্ত বরণ অনুষ্ঠান গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গোবিন্দগঞ্জে সরকারি বই বিক্রিকালে জনতার হাতে শিক্ষক-কর্মচারী আটক

ভালোবাসায় সিক্ত হলেন প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল

ভালোবাসায় সিক্ত হলেন প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নিজ জন্ম এলাকা লেংগাবাজারে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রবীণ সাংবাদিক সাহিত্যিক গোবিন্দলাল দাস। লেংগা বাজার আইডিয়াল কলেজ মাঠে গত সোমবার সন্ধ্যায় কয়েক হাজার মানুষের সমাগমে প্রবীণ এই সাংবাদিককে সংবর্ধনা জানানো হয়। এ গণ সংবর্ধনার আয়োজন করেন এলাকাবাসীর পক্ষে ময়নুল ইসলাম। গোবিন্দলাল দাস ১৯৪৬ সালের ২৫ জুলাই লক্ষ্মীপুর ইউনিয়নের হাট লক্ষ্মীপুর বন্দরে জন্ম গ্রহণ করেন। ১৯৬৬ সাল থেকে তিনি সাংবাদিকতা শুরু করেন।
তিনি দৈনিক যুগান্তর ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি এবং গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুুল ইসলাম বাবু, ফটো সাংবাদিক কুদ্দুস আলম, কবি সাংবাদিক রজতকান্তি বর্মন ও অধ্যক্ষ টি.আই.এম মিজানুর রহমান, ময়নুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রবীণ সাংবাদিক সাহিত্যিক গোবিন্দলাল দাসকে অভিনন্দন জানিয়ে বলেন, গুণীজনদের সম্মান না জানালে সমাজের মঙ্গল হয় না। কারণ গুণীজনের দেখানো পথ অনুসরণ করে চলতে হয়। সংবর্ধনার উত্তরে প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন সাংবাদিকতার জীবনে মানুষের যে ভালোবাসা পেয়েছেন তা অতুলনীয়।
অনুষ্ঠানে গোবিন্দলাল দাসকে ফুলেল শুভেচ্ছা ও তাঁর হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। এছাড়া গাইবান্ধা জেলা বারের পক্ষ থেকে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুুল ইসলাম বাবু এই প্রবীণ সাংবাদিকের হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে অতিথিদেরও ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দেয়া হয়। পরে ভাওয়াইয়া গানের অনুষ্ঠান ‘গাড়িয়াল বন্ধু’ শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত পরিবেশিত হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com