শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ কয়েকদিনের ভারী বৃষ্টিতে গাইবান্ধায় করতোয়ার নদীর পানি বেড়েছে। ফলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কিশামত চেরেঙ্গা এলাকায় প্রায় ২০০ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে গেছে। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগে বালু ভরাট করে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে।
স্থানীয় এক ইউপি সদস্য বলেন, মাটি কাটার কারণে বাঁধ ধসে গেছে। যেকোনো সময় বাঁধটি ধসে নিচু এলাকা প্লাবিত হতে পারে।
গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর এলাকায় অনেক আগে স্লুইস গেটসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ করতোয়া নদীতে বিলীন হয়ে গেছে। একটু পানি বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে নদী ভাঙ্গনসহ বন্যার আশঙ্কা দেখা দেয়।
স্থানীয় ইউপি সদস্য মাহমুদ হাসান তুষার জানান, চক রহিমাপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই। একটু পানি বাড়লেই নদী উপচে এলাকা প্লাবিত হয়ে কৃষকের ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়।
এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, ভাঙ্গন রোধে জিও ব্যাগে মাটি ভরাট করে বাঁধটি মেরামতের চেষ্টা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুল হক বলেন, ঝুঁকিপূর্ণ বাঁধ এলাকাগুলো মেরামত করা হচ্ছে।