সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে বড়দহ সেতুর আরোপিত টোল আদায় সিদ্ধান্ত বাতিলের দাবীতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল ঘন্টাব্যাপী পালিত গোবিন্দগঞ্জ-গাইবান্ধা সড়কের কাটাখালী নদীর ওপর বড়দহ সেতুর ওপর শত শত নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টোল মওকুফ কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন বিল্পব, সদস্য সচিব শাহজাহান আলী, রাখাল বুরুজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান লিটু, হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ কবির মন্ডল, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক দেবাশিষ পোদ্দার, ইউপি সদস্য সাহারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ উপজেলা থেকে জেলা সদরে যাতায়াতসহ আশপাশের বাজারে কৃষিপণ্য নিয়ে যাওয়ার সহজ যোগাযোগের ক্ষেত্রে বড়দহ সেতু ব্যবহার করা হয়। যে কারণে সরকারের টোল আদায়ের সিদ্ধান্তে বেশ বিপাকে পড়েছে চলাচলকারীরা। তাই সরকার এই সেতুর ওপর যে টোল আরোপ করেছেন অবিলম্বে তা বাতিল করার দাবী জানান।