সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবন্দিগঞ্জের বড়দহ ব্রীজের এলাকায় করতোয়া নদী থেকে অবধৈভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩ টি ড্রেজার মেশিন গুড়িয়ে দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজির হোসেন এ অভিযান পরিচালনা করেন।
দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল বড়দহ ব্রীজ এলাকায় করতোয়া নদী থেকে অবধৈভাবে বালু উত্তোলন করে আসছে এমন অভিযোগে গতকাল রবিবার বিকেল ৩ টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজির হোসেন থানা পুলিশসহ ওই এলাকায় অভিযানে যান। এ সময় নদীতে অবধৈ বালু উত্তোলন কাজে ব্যবহিত ২ টি ড্রেজার মেশিন গুড়িয়ে ও ১ টি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবধৈ ভাবে বালু উত্তোলনকারিরা পালিয়ে যায়। এ সময় অবধৈভাবে বালু উত্তোলনে সহায়তা করায় বালু বহনকারী ট্রাকটর ও এক জন চালককে আটক এবং জরিমানা করা হয়েছে।