রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:০৩ অপরাহ্ন

ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি এখনও বিপদসীমার উপরেঃ গাইবান্ধায় বন্যা পরিস্থিতি

ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি এখনও বিপদসীমার উপরেঃ গাইবান্ধায় বন্যা পরিস্থিতি

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়াসহ সবগুলো নদীর পানি অব্যাহতভাবে কমতে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফলে সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, গোবিন্দগঞ্জ, সাদুল্যাপুর ও গাইবান্ধা সদর উপজেলার চরাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে। এসব এলাকার বেশিরভাগ ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও এখনও অনেক বাড়িঘর পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। ফলে বাঁধসহ বিভিন্ন স্থানে আশ্রয় গ্রহণকারি বন্যাত মানুষরা ঘরে ফিরে যেতে পারছে না। তাছাড়া তাদের অনেকেই আবার নতুন করে বন্যার আশংকা করছে। তাই ঘরবাড়িতে ফিরে যেতে তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। জেলা প্রশাসনের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, সাদুল্যাপুর, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা সদর উপজেলাসহ ৬টি উপজেলার ৪৪টি ইউনিয়নে বন্যা কবলিত হয়েছে। এসব এলাকার ২ লাখ ৫০ হাজার ৭৮৬ ব্যক্তি বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে ৩৫ হাজার ৫৫১টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জেলা ত্রাণ দপ্তর জানিয়েছে এ পর্যন্ত বন্যার্তদের মধ্যে ৫১০ মে. টন চাল, ৩০ লাখ ৫০ হাজার টাকা ও ৫ হাজার ৬৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ব্রহ্মপুত্রের পানি ৪০ সে.মি. উপরে এবং ঘাঘট নদীর পানি বিপদসীমার ২৬ সে.মি. উপর দিয়ে বইছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com