শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ পূর্বাহ্ন
দারিয়াপুর প্রতিনিধিঃ ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান বন্ধের ঘোষণার প্রতিবাদে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর গণবিরোধী ঘোষণা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধা সদর উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার বিকালে ওই উপজেলার দারিয়াপুর নামক স্থানে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাসদ মার্কস বাদীর জেলা সদস্য গোলাম সাদেক লেবু, কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী, গাইবান্ধা জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের আহবায়ক আব্দুল মালেক, সদস্য মাহবুবর রহমান খোকা প্রমুখ।