রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের কামারজানী বন্দর থেকে সোনালী ব্যাংক লিমিটেড কামারজানী শাখা স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে। কামারজানী, গিদারী, মোল্লারচর, মালীবাড়ী, শ্রীপুর ও কাপাশিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের উদ্যোগে কামারজানী বন্দরে ব্যাংকটির কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কামারজানী বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, জেলে, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ অংশ নেন এতে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব রাজীব, কামারজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল হক, এ টি এম শামসুল হুদা বাবলু, মহিউল ইসলাম, প্রধান শিক্ষক সোলায়মান ইসলাম ও ফারুকুল ইসলাম, গোলাম সাদেক লেবু, মাজু আহমেদ, মতিয়ার রহমান, সাদ্দাম হোসেন পবন, জহুরুল হক, স্বপন কুমার সাহা, তপন কুমার সাহা, গোলাম মোস্তফা লাল মিয়া, শফিকুল ইসলাম নয়া মিয়া, আব্দুল খালেক ও উদ্যোক্তা মাহাবুবুর রহমান প্রমুখ।