সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:২৮ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ জননেত্রী শেখ হাসিনা ভাবেন কাউকে বাদ দিয়ে দেশের সুনাম অর্জন সম্ভব নয়। ব্যাংকের সম্প্রসারণ মানে দেশের অর্থনৈতিক সম্প্রসারণ। তাই তিনি তার স্বপ্ন বাস্তবায়নে প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষের সুবিধার জন্য ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং চালু করেছেন।
গত শুক্রবার সাঘাটা উপজেলার উল্যা ভরতখালীর স্বপ্নে ভূবনের উদ্দ্যোগে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এম.পি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেন না তা বাস্তবায়নও করেন।
উল্যা ভরতখালীর স্বপ্নে ভূবন এর পরিচালক আমিনুর রহমান অরূন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, ডাচ বাংলা ব্যাংকের জেলা এরিয়া ম্যানেজার আলমগীর কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিনিয়র প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানা ওসি বেলাল হোসেন, জেলা পরিষদ সদস্য সামছুজ্জোহা, ভরতখালী ইউপি চেয়ারম্যান সামছুল আজাদ শীতল, উল্যা ভরতখালী ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার এ আর এস আহম্মেদ দুদু, হিসাব রক্ষক বিজয় কুমার, সাঘাটা ইউনিয়ন যুবলীগ সভাপতি রানা সওদাগর প্রমুখ।
এছাড়াও ওই দিন উপজেলার ভাঙ্গামোড়ে দুস্থ্য জনকল্যাণ সংস্থার কার্যালয়ে উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে ভাঙ্গামোড় নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সুবিধাভোগী নারীদের মাঝে ঋণের চেক বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এম.পি। উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এ ঋণের চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা সমবায় অফিসার ফেরদৌস রহমান, উপজেলা সমবায় অফিসার আব্দুল কাফি, দুস্থ্য জনকল্যাণ সংস্থার নির্বাহী প্রধান সাকিউল ইসলাম সাকি, ভাঙ্গামোড় নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি লায়লা বেগম, সুজাউদ্দৌলা সুজা, তাজুল ইসলাম প্রমুখ।