শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৪০ অপরাহ্ন
বাদিয়াখালী প্রতিনিধিঃ মৌসুমের কাটা মাড়াই বোরো ধানের দাম কমে যাওয়ায় অন্ধকার দেখছে কৃষকরা। আকাশে রোদ না থাকায় ক্রেতা বিক্রেতা উভয়ে বিপাকে। বাজারে ২/১ দিনের ব্যবধানে প্রতি মণ ধানে নেই ৫০টাকা। ফলে কৃষকরা দিশাহারা। এদিকে গরু মোটাতাজা করণ গো-খাদ্য সহ আটার দাম বেড়েছে। জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে কয়েকদিন থেকে মেঘলা আকাশে রোদ না থাকার কারনে কৃষকরা তাদের মাড়াই ধান শুকাতে না পারায় নরম ধান ঘরে রাখতে পারছে না। এর ফলে বাজারে ধান বিক্রয়ের হিরিক পরেছে। সম্প্রতি ২/১ দিনের ব্যবধানে গতকাল মঙ্গলবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ৬শ টাকা দরে প্রতি মণ ধান বিক্রয় করছেন বলে জানান কৃষকরা। ছোটখাট কৃষকরা জানান, দেনাদফা করে চারা রোপন থেকে কাটা মাড়াই পর্যন্ত বিঘা প্রতি খরচ হচ্ছে প্রায় সাড়ে সাত হাজার টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত। বাজারে ধানের দাম পড়ে যাওয়ায় কৃষকরা হতাশায় ভুগছে। কতিপয় কৃষক জানান, দেনা দফা করে উৎপন্নকৃত ধান বিক্রয় করে ঋনের বোঝা বাড়াচ্ছে। ফলে এখন হাতে হেরিকেন আর ঘরে থাকছে কাদা আর পাশুন। এদিকে বেড়েছে গরু মোটা তাজা করন খাদ্যসহ আটার দাম। গত তিন চারদিনে প্রতি কেজি আটাতে বেড়েছে ৫টাকা আর গোখাদ্য ভুসিতে বেড়েছে ৮টাকা। প্যারাগনে ৩টাকা। ক্রেতা সাধারণ সবমিলিয়ে চোখে শরিষার ফুল দেখছে। আজ দুপুরে কিছু সময়ের জন্যে রোদের দেখা মিললেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ সাধারণ জনগন।