শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী গাইবান্ধার মেধাবী সন্তান মেজবাহুল সরকার জয়ের ওপর নৃশংস হামলাকারীদের বিচার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত বুধবার বিকেলে গাইবান্ধার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৯ মার্চ ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ এবং মার্কেটিং বিভাগের ভলিবল খেলাকে কেন্দ্র করে বাগ্বিত-া লাগে। যেখানে জয়ের কোনো সম্পৃক্ততা ছিল না। কিন্তু একই বিভাগে পড়ার কারণে পরবর্তী সময়ে একা পেয়ে তাকে হত্যার জন্য নির্যাতন করা হয়, দাবি বক্তাদের।
আগামী সাত দিনের মধ্যে মেজবাউল সরকার জয়কে নির্যাতন ও হত্যার চেষ্টায় হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সাধারণ শিক্ষার্থীরা।