শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে গতকাল বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা ও জয়ীতাদের সম্মানা প্রদান। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন তিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, জেলা মহিলা বিষক কর্মকর্তা মোছাঃ নার্গিস আক্তার,সদর উপজেলা নির্বাহী রাফিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ৫ জন জয়ীতাকে ক্রেস্ট সম্মননা হিসেবে প্রদান করা হয় ।
এদিকে গাইবান্ধা জেলা শহরে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।