মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নারী জাগরনের পথিকৃৎ মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৪২তম জন্ম ও ৯০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের জেলা সভাপতি সুভাষিনী দেবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, নারী মুক্তি কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, নারী সংগঠক রাহেলা সিদ্দিকা, লিজা উল্যাহ প্রমুখ।