শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৪১তম জন্ম ও ৮৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার শহরের ১নং রেলগেট সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয় চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডঃ নওশাদুজ্জান নওশাদ, মনজুর আলম মিঠু, হালিমা খাতুন, পারুল বেগম, আফরোজা বেগম লিলি, অঞ্জলী রাণী প্রমুখ।